বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে পুড়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন, জীবিত উদ্ধার করা হয়েছিল ৭৫ জনকে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টা নাগাদ বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যুর পাশাপাশি অনেকে হতাহত হয়েছেন। তাদের প্রতি শোক জানিয়েছেন সাকিবরা।

আরো পড়ুনঃ তামিম নাকি তাওহীদ, সেরা ব্যাটারের লড়াইয়ে শেষ হাসি কার?

পুড়ে যাওয়া গ্রিন কোজি কটেজ ভবনের একটি ছবি শেয়ার করে ফেসবুকে সাকিব লেখেন, ‘আমরা শোকস্তব্ধ। যে এবং যেসব পরিবার বেইলি রোডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা ও দোয়া।’

তামিম লেখেন, ‘বেইলি রোড দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি দোয়া। আমাদের পরিবর্তন হওয়া উচিত, নইলে এটাও (অগ্নি দুর্ঘটনা) পরিবর্তন হবে না।’

মুশফিকুর রহিম লেখেন, ‘প্রত্যেককে আসসালামু আলাইকুম ও জুম্মা মোবারক। যারা গতকালের দুর্ঘটনায় জীবন হারিয়েছেন, চলুন তাদের জন্য দোয়া করি।’

Social Share This Story, Choose Your Platform!