সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রোজা রেখে ইফতার করার সময় মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে বানানো শরবত পান করে জিমহা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একই শরবত পান করে ওই পরিবারের আরও চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার দিবাগত রাতে উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিমহা বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে।

অসুস্থরা হলেন- কাইয়ুম উদ্দিনের স্ত্রী পারভীন খাতুন, মেয়ে রিয়া, নুরি এবং কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।

মৃত শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাত উপলক্ষে সোমবার রোজা রাখেন পারভীন খাতুন। ইফতারের সময় তিনি মেয়াদ উত্তীর্ণ ওরস্যালাইন দিয়ে বানানো শরবত পান করেন। এ সময় তার তিন সন্তান জিমহা, রিয়া, নুরি ও ভাতিজি মিথিলাও ওই শরবত পান করে। এর কিছুক্ষণের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের বেলকুচির একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিমহাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুনঃ নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে নাটোরে সিলেটের মাদ্রাসাছাত্রী!

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল হোসেন জানান, সন্ধ্যার পর ৫ জন রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে জিমহা নামের শিশুটি মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি আরও জানান, অসুস্থদের বক্তব্য অনুযায়ী খাবার স্যালাইন খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েন।

Social Share This Story, Choose Your Platform!