২০০৭ সালে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এ শিল্পী। চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে।

শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপিও।

আরো পড়ুনঃ শারীরিক অসুস্থতার কারণে আনন্দটা অনুভব করতে পারছি না : ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান করছেন সাবিনা ইয়াসমিন। সিনেমায় তার গাওয়া অসংখ্য গান হয়েছে কালজয়ী। খ্যাতিমান এই গায়িকা তার মায়াবী কণ্ঠ দিয়ে বাংলা সংগীতকে যেমন সমৃদ্ধ করেছেন, পুরস্কারও পেয়েছেন অনেক।

সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় একুশে পদক। ১৯৯৬ সালে পান স্বাধীনতা পুরস্কার। সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এছাড়াও দেশ বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা।

Social Share This Story, Choose Your Platform!