সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক (Neuralink) প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে চিপ যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তৈরি ব্রেন চিপ মস্তিষ্কে যুক্ত করার পর সেই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে। এমনকি মস্তিষ্কের দেওয়া নির্দেশে কম্পিউটারের মাউসও নিয়ন্ত্রণ করতে পারছেন সেই ব্যক্তি। এবার ইলন মাস্কের পথ ধরে নিউরাল প্রযুক্তির যন্ত্র তৈরি করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, মস্তিষ্কের সংকেত বা সিগন্যাল পড়তে সক্ষম পরিধেয় যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে মেটা।

গত সপ্তাহে মর্নিং ব্রু ডেইলি পডকাস্টে আলাপচারিতার সময় মস্তিষ্কের সিগন্যাল পড়ার যন্ত্র আনার পরিকল্পনার কথা প্রকাশ করেন মার্ক জাকারবার্গ। তিনি জানান, নিউরাল ইন্টারফেস ব্যান্ড নিয়ে কাজ করছে মেটা। এ যন্ত্রটি মস্তিষ্কের সিগন্যাল পড়তে পারবে। হাতসহ বিভিন্ন অঙ্গের কার্যক্রমও নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ এ যন্ত্র মস্তিষ্কের সিগন্যালের নির্দেশনা অনুসারে হাত কীভাবে নড়াচড়া করবে, তা বুঝে সেটি বাস্তবায়নও করতে পারবে। আগামী কয়েক বছরের মধ্যেই এই যন্ত্র বাজারে আনা হবে।

আরো পড়ুনঃ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

 

মার্ক জাকারবার্গের তথ্যমতে, ইলেট্রোমায়োগ্রাফি (EMG) প্রযুক্তির পরিধেয় যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সক্ষমতার একটি উদাহরণ। এই যন্ত্র ব্যবহার করে মানুষ কোনো জিনিস চিন্তা করে লিখিয়ে নিতে পারবে। এমনকি হাতের নড়াচড়া কেমন হবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।

Social Share This Story, Choose Your Platform!