রহস্যময় স্পিনারে মুগ্ধ মঈন আলি। চলমান বিপিএলে বল হাতে ছড়ি ঘুরাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। তাকে নেট বোলার থেকে মূল একাদশে সুযোগ করে দিয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এখন পর্যন্ত ৭ ম্যাচে আলিস শিকার করেছেন ৯ উইকেট। তবে তার বোলিং অ্যাকশনই বেশি আলোচনায়, যাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সংগ্রাম করতে দেখা যায়। তাকে দেখে মুগ্ধ তার কুমিল্লা সতীর্থ মঈন আলি।

বিপিএলে ভালো করার সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন আলিস। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ (শনিবার) আলিসকে নিয়ে ইংলিশ ক্রিকেটার মঈন আলি বলেন, ‘সে খুবই ভালো বোলার। বেশ স্কিলফুল। আমি তাকে একবারই দেখেছি। তবে তাকে দেখে আমি মুগ্ধ।’

পরে লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও প্রশংসা করেছেন মঈন, ‘সে–ও (রিশাদ) খুব ভালো। তারা বাংলাদেশের বেশ তরুণ স্পিনার। আমি মনে করি তাদের প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিৎ। দলে একজন রহস্য স্পিনার থাকার অনেক সুবিধা, আর বাংলাদেশ তো একজন লেগ স্পিনারের জন্য মুখিয়ে আছে। তবে অবশ্যই, তাদের আরও সময় দিতে হবে।’

আরো পড়ুনঃপূবালী ব্যাংকে বড় নিয়োগ, পদ ৫৪০

শুধু আলিস বা রিশাদে থামননি মঈন। প্রশংসা করেছেন আরেক স্পিনার তানভীর ইসলামেরও, ‘তানভীর তো অনেক বছর ধরেই ভালো করছে। আমি কুমিল্লার হয়ে যখন খেলা শুরু করেছি তখন থেকেই ওকে দেখছি। তবে ধারাবাহিক উন্নতি করে যেতে হবে।’

চলতি বছরের বিপিএল নিয়ে মঈন বলেন, ‘এ বছরটা বেশ ভিন্ন। অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে আসছে। ভালো মানের বিদেশিরা আছে। তাতে দলগুলোও শক্তশালী হয়ে উঠেছে। এভাবেই লিগ আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যক্তিগতভাবে আমাদেরও ভালো যত্ন করা হচ্ছে। উইকেটও ভালো। এভাবেই ভালো খেলোয়াড়রা আসতে আগ্রহী হয়।’

Social Share This Story, Choose Your Platform!