পুতিন মন্তব্য করেন, যে নেতা মার্কিন জনগণের আস্থা অর্জন করবেন, তার সঙ্গেই রাশিয়া কাজ করবে। ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে জো বাইডেন আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা রাশিয়ার জন্য বেশি ভালো হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

গতকাল বুধবার ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জারুবিনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই কথা জানান।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, বাইডেন রাশিয়ার জন্য ভালো হবেন, কারণ ‘তিনি (ট্রাম্পের চেয়ে) অভিজ্ঞ এবং তার সম্পর্ক আগে থেকে ধারণা করা যায়। তিনি একজন প্রথাগত রাজনীতিবিদ’।
জব্দ করা রুশ সম্পদ

‘তবে যে নেতা মার্কিন জনগণের আস্থা অর্জন করবেন, তার সঙ্গেই রাশিয়া কাজ করবে’, যোগ করেন তিনি।

পুতিন বলেন, বর্তমান প্রশাসনের কার্যক্রম যাচাই করতে হলে তাদের ‘রাজনৈতিক অবস্থানের’ দিকে তাকাতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, বর্তমান প্রশাসনের অবস্থান অত্যন্ত ক্ষতিকর ও ভুলে ভরা’।

পুতিন জানান, ‘এই যুদ্ধও আরও দেড় বছর আগেই শেষ হয়ে যেত’, যদি ২০২২ এর মার্চে ইস্তাম্বুলের বৈঠকে আলোচিত চুক্তিটি সম্পন্ন হতো। তবে তিনি কোন চুক্তির কথা বলছেন, তা সুনির্দিষ্ট করে বলেননি।

রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, ‘২০২২ এর ফেব্রুয়ারির আগেই ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করা উচিত ছিল’।

তিনি দাবি করেন, পশ্চিমা নেতারা ‘(ইউরোপের) পূর্বাঞ্চলে ন্যাটো জোটের সম্প্রসারণ নিয়ে’ রাশিয়ার কাছে মিথ্যে বলেছে।

‘ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আমরা আগেও উদ্বিগ্ন ছিলাম এবং এখনও আছি, কারণ এতে আমাদের জাতীয় নিরাপত্তার ওপর হুমকি আসবে’, যোগ করেন পুতিন।

পুতিন আরও অভিযোগ আনেন, ২০১৫ সালে ইউক্রেন-রাশিয়ার মধ্যে সাক্ষরিত মিনস্ক অস্ত্রবিরতি চুক্তি মেনে চলার কোনো আগ্রহই ছিল না ইউক্রেনের।

আরো পড়ুনঃ রেলওয়েতে ৫৫১ পদে চাকরি

‘বরং এটা ছিল ইউক্রেনকে বাড়তি অস্ত্রে সজ্জিত করার সময় কেনার এক উদ্যোগ’, যোগ করেন তিনি।

সম্প্রতি মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকার নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।

‘আমি আশা করেছিলাম তিনি আরও আকমণাত্মক হবে এবং কঠিন কঠিন প্রশ্ন করবেন। আমি এর জন্য শুধু প্রস্তুতই ছিলাম না, বরং আমি সেরকম একটি সাক্ষাৎকার চেয়েছিলাম, কারণ এতে আমি সেসব প্রশ্নের কঠোর জবাব দেওয়ার সুযোগ পেতাম’, যোগ করেন তিনি।

পুতিন মন্তব্য করেন, ‘সত্য বলতে, আমি সাক্ষাৎকারটি খুব একটা উপভোগ করিনি’।

Social Share This Story, Choose Your Platform!