‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সারাদেশে ৬৪ জেলা থেকে ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

গত ১৮ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে নিয়োগ দেয়া হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রার্থী নেয়া হবে ঢাকা জেলা থেকে, ৩০১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে নেয়া হবে ১৯১ জনকে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যা: ৩,৬০০ টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

শারীরিক যোগ্যতা: উচ্চতায় পুরুষ- ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী- ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি
দৃষ্টিশক্তি: ৬/৬

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)
কর্মস্থল: যেকোনো স্থান
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা

বয়স: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ১৮-২০ বছর

আরো পড়ুনঃ পুলিশ সদস্যের বানানো অ্যাপসে মিলবে গাইবান্ধার সব তথ্য

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা police.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০X৩০০ সাইজের ছবি ও ৩০০X৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য হিসেবে ৪০ টাকা পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

[সংগৃহীত]
Social Share This Story, Choose Your Platform!