উন্নত চিকিৎসার জন্য আবারো সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।

রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। এবং তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবেন। কিন্তু তেমন কোনো উন্নতির লক্ষণ এখন দেখা যাচ্ছে না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাবাকে আবারো সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আরো পড়ুনঃ বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।

এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় নিয়ে আসা হয়। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।

Social Share This Story, Choose Your Platform!