এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি) ও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ৩.০’ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্প। তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমস্যা সমাধানের প্রাথমিক ধারণা পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্মার্টআপ প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইবিএলআইসিটি প্রকল্প।
ইবিএলআইসিটি প্রকল্পের তথ্যমতে, প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘জেনারেটিভ এআই’ হলেও মেশিন লার্নিং ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ভাষাপ্রযুক্তি–সংশ্লিষ্ট প্রাথমিক ধারণা জমা দেওয়া যাবে। একক বা দলগতভাবে (সর্বোচ্চ ৫ জন) ধারণা পাঠাতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত ধারণাগুলোর মান উন্নয়নে চূড়ান্ত প্রতিযোগিতার আগে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর নিজেদের উন্নয়ন করা ধারণার কারিগরি দিক গবেষণাপত্রের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জমা দিতে হবে।

সুনির্দিষ্ট বিষয়ে কৃত্রিম প্রযুক্তিনির্ভর সেবার ধারণা দেওয়া সেরা পাঁচটি ধারণাকে পুরস্কার দেওয়া হবে। বিচারকদের রায়ে প্রতিযোগিতার সেরা ধারণা দেওয়া ব্যক্তি বা দল পাবে দুই লাখ টাকা পুরস্কারসহ সনদ ও ক্রেস্ট উপহার। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই ঠিকানায় ধারণা জমা দেওয়া যাবে।

Social Share This Story, Choose Your Platform!